ফেনীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১৪: ০৩

ফেনীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে লিটন নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহকদি গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানায়, চরহকদি গ্রামের বারেক মিয়ার বাড়ির পেয়ার মিয়ার ঘরে চুরি করতে ঢোকেন লিটন। এ সময় তাকে জাপটে ধরে চিৎকার দেন গৃহকর্তা পেয়ার আলী। একপর্যায়ে লোকজন জড়ো হয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফেনী মডেল থানার ওসি মো. সামছুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এর আগেও চুরি করতে গিয়ে একাধিকবার পিটুনি খেয়েছিলেন লিটন। এলাকায় চোর হিসেবেই তিনি পরিচিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত