উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি সরাসরি আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক ‘নৌকা’র পক্ষে ভোট চাইছেন। বিষয়টি প্রকাশ্যে আসায় উপজেলা বিএনপিতে দেখা দিয়েছে চরম অস্বস্তি ও ক্ষোভ।
২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনের সময়ের এই ভিডিওতে আব্দুল অদুদ মুন্সিকে বলতে শোনা যায়— “বাঘা বাঘা রাজনীতিবিদকে পিছনে ফেলে রতন শিকদার নৌকা প্রতীক নিয়ে আসায় আমি তাকে ধন্যবাদ জানাই। লুটেরচর ইউনিয়নের চারটি কেন্দ্রে যেন একটি ভোটও অন্য কোনো প্রতীকে না পড়ে— সবাই দেখে দেখে নৌকায় ভোট দেবেন।”
উল্লেখ্য, ভিডিওটিতে দেখা যায় মঞ্চে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদারও, যিনি সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার।
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। দলের একাধিক সিনিয়র নেতা বলেন, অদুদ মুন্সি তখন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন, বর্তমানে দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।”
এ বিষয়ে আব্দুল অদুদ মুন্সি দৈনিক আমার দেশকে বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী ছিল না। রতন শিকদার আমার ভাগিনা এবং আমার প্রতিষ্ঠিত শেখেরগাঁও আব্দুল অদুদ মুন্সি স্কুল এমপিওভুক্ত করতে তিনি সহযোগিতা করেছিলেন। সেই কৃতজ্ঞতা থেকেই আমি একটি সভায় অংশ নিই। এটি দলীয় অবস্থান থেকে নয়, ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে করা হয়।”
এ ঘটনায় মেঘনা উপজেলা বিএনপিতে নতুন করে বিভক্তি, হতাশা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দলের দায়িত্বশীলরা বলছেন, এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে।
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি সরাসরি আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক ‘নৌকা’র পক্ষে ভোট চাইছেন। বিষয়টি প্রকাশ্যে আসায় উপজেলা বিএনপিতে দেখা দিয়েছে চরম অস্বস্তি ও ক্ষোভ।
২০১৮ সালের উপজেলা পরিষদ নির্বাচনের সময়ের এই ভিডিওতে আব্দুল অদুদ মুন্সিকে বলতে শোনা যায়— “বাঘা বাঘা রাজনীতিবিদকে পিছনে ফেলে রতন শিকদার নৌকা প্রতীক নিয়ে আসায় আমি তাকে ধন্যবাদ জানাই। লুটেরচর ইউনিয়নের চারটি কেন্দ্রে যেন একটি ভোটও অন্য কোনো প্রতীকে না পড়ে— সবাই দেখে দেখে নৌকায় ভোট দেবেন।”
উল্লেখ্য, ভিডিওটিতে দেখা যায় মঞ্চে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদারও, যিনি সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার।
এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। দলের একাধিক সিনিয়র নেতা বলেন, অদুদ মুন্সি তখন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন, বর্তমানে দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক। প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়নি।”
এ বিষয়ে আব্দুল অদুদ মুন্সি দৈনিক আমার দেশকে বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী ছিল না। রতন শিকদার আমার ভাগিনা এবং আমার প্রতিষ্ঠিত শেখেরগাঁও আব্দুল অদুদ মুন্সি স্কুল এমপিওভুক্ত করতে তিনি সহযোগিতা করেছিলেন। সেই কৃতজ্ঞতা থেকেই আমি একটি সভায় অংশ নিই। এটি দলীয় অবস্থান থেকে নয়, ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে করা হয়।”
এ ঘটনায় মেঘনা উপজেলা বিএনপিতে নতুন করে বিভক্তি, হতাশা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। দলের দায়িত্বশীলরা বলছেন, এসব কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে।
পাহাড়ি ঝিরিপথে ঘুরতে গিয়ে পানির স্রোতে তলিয়ে গিয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের দুই শিক্ষার্থী আমিনুল ইসলাম (২০) ও ইব্রাহিম হৃদয়ের (২২) মৃত্যু হয়েছে।
১৫ মিনিট আগেআইন-বহির্ভূতভাবে পুশইনের ঘটনা অব্যাহত রেখেছে ভারতীয় বিএসএফ। বিজিবি ও বিএসএফের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক হলেও বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা বেড়েই চলছে।
৩৬ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। এ সময় তরুণদের উদ্ধার করতে গিয়ে রবি বুনার্জি নামে এক তরুণ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
১ ঘণ্টা আগেসুন্দরবনসংলগ্ন বাগেরহাটের জলে-স্থলে মিশে আছে খানজাহান আলীর স্মৃতি। তার হাত ধরে এই পুণ্যভূমিতে ইসলামের প্রচার হয়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাটিতে ৬০০ বছর আগের সাধক ও সেনাপতি খানজাহানের প্রভাব এখনো আছে।
১ ঘণ্টা আগে