মুক্ত সাংবাদিকতার এ সুযোগকে কাজে লাগাতে হবে। নইলে পুনরায় কেউ না কেউ আমাদের গলা চেপে ধরার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
সোমবার চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
সাংবাদিকদের অস্তিত্ব ধরে রাখতে হলে অবশ্যই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। আমাদের মাঝে যদি ঐক্য থাকে তাহলে পেশাদার সাংবাদিকরা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারব।
তিনি বলেন,এখনও বিভিন্ন দিক থেকে নানা অপশক্তি সাংবাদিকদের উপর হামলা চালাবার চেষ্টা করছে। তাদের কাজে বাধা দিচ্ছে । মুক্ত সাংবাদিকতার এ সুযোগকে কাজে লাগাতে হবে। নইলে পুনরায় কেউ না কেউ আমাদের গলা চেপে ধরার চেষ্টা করবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, গণমাধ্যম কমিশন একটি বড় ধরনের রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টে সাংবাদিকতার জগতে একটি বড় ধরনের বিবর্তনের আভাস আমরা পাচ্ছি। সেখানে আপনাদের জন্য ভালো ভালো সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ বাস্তবায়নে সরকারের সদিচ্ছা দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু বিষয়ে আছে যেগুলি সাংবাদিকদের নানা ভাবে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে। সেই বিষয়গুলি ভবিষ্যতে নিশ্চয়ই আপনারা আপনাদের মতো করে ভাববেন। এবং সেই অনুযায়ী করণীয় নির্ধারণ করবেন।
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মুহসীন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন, গণজাগরণ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ফরিদ আহমেদ রিপন,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রাহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

