চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের নির্বাচনি লড়াইয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১০ দলীয় জোটের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলা উদ্দিন শিকদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। নির্বাচনি অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বুধবার এই নোটিশ জারি করেন।
আসনটির বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষে তার চিফ এজেন্ট মো. আলমগীর হোছাইন একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে- আলা উদ্দিন শিকদার নির্বাচনি আচরণবিধি তোয়াক্কা না করে নিজের নির্বাচনি প্রচার গাড়িতে বিধি-বহির্ভূতভাবে পিভিসিতে প্রিন্ট করা ব্যানার ব্যবহারসহ ২০টিরও বেশি ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেছেন। এছাড়াও প্রচারণার কাজে একসাথে ১২টি মাইক (লাউডস্পিকার) ব্যবহারের উল্লেখ রয়েছে নোটিশটিতে। কর্তৃপক্ষের মতে, এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির ৭ (খ) এবং ১৭ (১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে অভিযুক্ত প্রার্থীকে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বা নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে না— নির্দিষ্ট সময়ের মধ্যে তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়।
ইতোমধ্যেই সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এই নোটিশটি প্রার্থীর নিকট পৌঁছে দিতে এবং জারিকৃত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়া বিষয়টি অবগত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয় এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুলিপি পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

