চট্টগ্রামে জুলাই র‌্যালিতে শিবির নেতারা

জুলাইয়ের কৃতিত্ব আমাদের নয়, মহান আল্লাহর

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৪: ২৭
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬: ১০

জুলাইয়ে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করার ক্রেডিট আমাদের নয়, এই ক্রেডিট একমাত্র মহান আল্লাহর। তার সরাসরি সাহায্য না থাকলে কখনোই এই অভ্যুত্থান সফল হতো না। যারা ক্রেডিট নিতে ব্যস্ত তারা প্রকৃত দেশ প্রেমিক নয়।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে "জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ র‍্যালি' ও 'গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতেহ গণভবনের বর্ষপূর্তি" শীর্ষক কর্মসূচিতে শিবির নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন এতে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, জুলাই মাসে শত শত মানুষের আত্মত্যাগের পরও তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। চাঁদাবাজি, সন্ত্রাস এবং মানুষের নিরাপত্তাহীনতা এখনো বিদ্যমান। তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা করলেও, অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছে।

এছাড়া, শিক্ষা খাতে সংস্কার এবং নতুন কারিকুলামে জুলাই অভ্যুত্থান যুক্ত করার কোনো উদ্যোগ না দেখে তারা হতাশা প্রকাশ করেন। শিবির নেতারা অবিলম্বে 'জুলাই সনদ' ঘোষণা এবং মানুষের প্রত্যাশা পূরণের দাবি জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত