আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় যানজট, যাত্রী দুর্ভোগ চরমে

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় যানজট, যাত্রী দুর্ভোগ চরমে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে গতকাল মধ্যরাত থেকে যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

ঈদ উৎসব সামনে রেখে লম্বা ছুটিতে স্বাভাবিক সময়ের তুলনায় এখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মহাসড়কের মুন্সীগঞ্জ অংশে একাধিক সড়ক দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে যানজট শুরু হয়ে আজ শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। কখন যানবাহন চলাচল স্বাভাবিক হবে কেউ বলতে পারছেন না।

এ বিষয়ে জানতে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ওসি মো. শওকত হোসেনের মোবাইলে একাধিকবার কল হলেও কথা বলা সম্ভব হয়নি।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ শুক্রবার সকাল পৌনে দশটায় বলেন, গতকাল মধ্যরাত গজারিয়ার বালুয়াকান্দী, আনারপুরা ও বাউশিয়া এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে। এর ওপর যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়।

ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন তসলিম উদ্দীন। তিনি বলেন, মেঘনা সেতু পার হয়ে যানজটে আটকে আছি। কখন গন্তব্যে পৌঁছাতে পারবো অনিশ্চিত।

ঢাকামুখী জননী পরিবহনের যাত্রী রোখসানা আনোয়ার বলেন, বাউশিয়া এলাকায় মানা-বে ওয়াটার পার্কের সামনে জ্যামে পড়েছে আমাদের বাসটি। আমরা আধঘণ্টায় এক দেড় কিলোমিটার পথ পাড়ি দিলাম।

আজ সকাল ৮টা থেকে মহাসড়কে ডিউটিতে রয়েছেন জানিয়ে গজারিয়া থানার এস আই আব্দুল কাদের বলেন, শুক্রবার সকালে বাউশিয়া এলাকায় মানা-বে ওয়াটার পার্কের সামনে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। গাড়ি দুটি রেকার দিয়ে সরিয়ে নেয়া হচ্ছে।

স্থানীয়র জানান, পাল্লা দিয়ে গাড়ি চালানো, ওভারটেক করা, তিন চাকার ব্যাটারিচালিত অটোর এলোপাতাড়ি চলাচলের কারণে মহাসড়ক দুর্ঘটনা অহরহ ঘটছে। এতে বাড়ছে যানজট। দুর্ভোগের শিকার হচ্ছেন বাড়ি ফেরা যাত্রীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন