কেইপিজেড এক্সেসরিজ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১৬: ৫৩

চট্টগ্রাম নগরের কর্ণফুলী ইপিজেডে জ্যান্ট এক্সেসরিজ নামে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার বিকাল চারটা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনও পুরোপুরি নির্বাপণ হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে শুক্রবার দুপুর দুইটা ৫৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিজ্ঞাপন

বিষয়টি আমার দেশ’কে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন। তিনি জানান, আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। বিকাল চারটা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনা হলেও পুরোপুরি নির্বাপণ হতে আরও সময় লাগবে।

জানা গেছে, দুপুর আড়াইটায় কেইপিজেড এর ওই কারখানায় আগুন লাগে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তা জানা যায়নি। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ব্যাপকতা বেশি থাকায় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত