বদলি আদেশের পরও পেকুয়ায় বহাল বিতর্কিত এসিল্যান্ড নুর পেয়ারা

উপজেলা প্রতিনিধি (পেকুয়া) কক্সবাজার
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২১

কক্সবাজারের পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমকে বদলির আদেশ দেয়া হয়েছে গত ৩ আগস্ট। ১১ আগস্ট প্রজ্ঞাপন জারি হলেও এখনো তিনি পেকুয়াতেই বহাল রয়েছেন। এ নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিজ্ঞাপন

জানা গেছে, নুর পেয়ারা বেগমকে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়। কিন্তু ৪৪ দিন পার হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে পেকুয়া ভূমি অফিসেই দায়িত্ব পালন করছেন।

সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস এম অনীক চৌধুরীর স্বাক্ষরিত স্মারক [নম্বর ০৫.৪২.২০০০.০০০.০২১.২৮.০০০১.২৪.৫৬২/১(১৮)] অনুযায়ী বদলির আদেশ নিশ্চিত হয়েছে।

নিয়ম অনুযায়ী সরকারি পাওনা বুঝিয়ে দিয়ে বদলি হওয়া কর্মস্থলে যোগদানের কথা থাকলেও তিনি বহাল তবিয়তেই রয়েছেন।

এদিকে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—নিয়মিত অফিস না করা, সেবা প্রার্থীদের সঙ্গে অসদাচরণ, নোটিশ ছাড়া মামলা শুনানি, সরকারি পাসওয়ার্ড ব্যক্তিগত কাজে ব্যবহার, সহকারী তহসিলদারকে দিয়ে ঘুষের বিনিময়ে অনিয়ম করানো, উচ্ছেদ নাটক সাজিয়ে টাকা আদায়, খাস কালেকশনে অনিয়ম ও সাংবাদিক বিদ্বেষ।

ভূমি অফিসসংশ্লিষ্ট দালাল চক্রের কয়েকজন জানান, বর্তমানে তিনি নাটকীয় ভঙ্গিতে জটিল মামলা প্রত্যাহার করে মোটা অঙ্কের টাকা নিচ্ছেন।

এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদ বলেন, ‘এখনো তার স্থলে আরেকজন কর্মকর্তার আদেশ হয়নি। সে কারণেই তিনি বহাল আছেন।’

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত