মানুষকে জিজ্ঞেস করলে পিআর সম্পর্কে কিছুই বলতে পারে না: মান্না

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩৬

নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিআর পদ্ধতি কি? তা আগে সাধারণ মানুষকে বুঝাতে হবে। আমি যত জায়গায় গিয়েছি, সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তারা পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই বলতে পারে না।

বিজ্ঞাপন

তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়ায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ চায় একটি ভালো নির্বাচন। ভালো নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐক্যে পৌঁছাতে হবে। দেশ আজ যে সংকটের সম্মুখীন, এ অবস্থা থেকে উত্তরণে রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই।

নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন কাননের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাক্ষারুল ইসলাম প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত