ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১৫
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৫

করোনা ভাইরাসের মতো পিআর নামক একটি ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত রাখার জন্য মোনাজাত করেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান। মোনাজাতের ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল তিনটায় কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে দোয়া পাঠের সময় তিনি এই মন্তব্য করেন। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব ইকবাল হোসেন নোমান মোনাজাতে বলেন, “ইয়া আল্লাহ, বিশেষ করোনা ভাইরাসের মতো পিআর নামক এক ভাইরাস, সেই ভাইরাস থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করেন আল্লাহ।”

পিআর পদ্ধতিকে কেন করোনাভাইরাসের সাথে তুলনা করলেন এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসেন নোমান আমার দেশকে বলেন, “করোনাকালীন সময়ে দেশের মানুষ একটা অস্থিরতার মধ্যে ছিল। ঠিক বর্তমানেও পিআর নামক একটা পদ্ধতি এনে দেশের মানুষকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পতিত করার চেষ্টা করা হচ্ছে। এটা থেকে রক্ষা করার জন্যই মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত