আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিষেধাজ্ঞার সময় শেষ, কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

জেলা প্রতিনিধি, রাঙামাটি

নিষেধাজ্ঞার সময় শেষ, কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

দীর্ঘ ৩ মাস ২ দিন নিষেধাজ্ঞা শেষে আজ রোববার রাত থেকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার শুরু হয়েছে। এতে প্রাণ ফিরেছে রাঙামাটির জেলে পল্লী ও জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে।

বিজ্ঞাপন

মাছ ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। এর আগে গত ১ মে থেকে ২ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার ও পরিবহনে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

এই সময় হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও পোনা বাড়ার স্বার্থে এ নিষেধাজ্ঞা দেয়া হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের তথ্যমতে, মাছ শিকার নিষেধাজ্ঞাকালীন হ্রদে প্রায় ৬০ মেট্রিক টন পোনা অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, বন্ধকালীন উপকেন্দ্রগুলোর সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে। মাছ অবতরণের অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে গত বছরের মতো এবারও জেলেরা ভালো মাছ পাবেন।

কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় ২৬ হাজার জেলে পরিবার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন