আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পতিত সরকারের মন্ত্রী-এমপিদের গাড়ি পানির দামে বিক্রি হবে না: এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো

পতিত সরকারের মন্ত্রী-এমপিদের গাড়ি পানির দামে বিক্রি হবে না: এনবিআর চেয়ারম্যান

যারা রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর হবে বলে ঘোষণা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। শুল্কমুক্ত সুবিধায় আনা পতিত সরকারের এমপি মন্ত্রীদের গাড়ি একটি মহল নামমাত্র দামে কিনতে চাইছে। কিন্তু বৈদেশিক মুদ্রা দিয়ে আনা এসব বিলাসবহুল গাড়ি সরকার পানির দামে বিক্রি করবে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউজে, ব্যবসায়ী ও বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, এসাইকোডা’র ব্যবহার নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘ দিনের। এই বিষয়টি কিভাবে আরো সহজীকরণ করা যায় সে ব্যাপারে কাজ করছে বর্তমান সরকার। নতুন সফ্‌টওয়্যার সিস্টেম আপডেট করা হচ্ছে। এক বছরের মধ্যে তা কার্যকর করা হবে। এটি হলে এসাইকোডার যে জটিলতা এখন মোকাবিলা করতে হচ্ছে তা হবে না।

তিনি জানান, আমাদের কাস্টমস গোয়েন্দা, সেন্ট্রাল গোয়েন্দা ও শুল্ক গোয়েন্দারা সক্রিয় রয়েছে। বিগত সরকারের অনেক মন্ত্রী, এমপি সিগারেট আমদানির সাথে জড়িত ছিল। ইদানীং সেটা আবার হচ্ছে। আমরা সতর্ক আছি। কেউ যেন কর ফাঁকি দিতে না পারে সেই উদ্যোগ নেয়া হচ্ছে।

অফডক ও শিপিং এজেন্টদের অযাচিত চার্জ আমদানি রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। বন্দরের স্বাভাবিক অপারেশন বাধাগ্রস্ত করছে। এসব বিষয়ে সরকার সুষ্ঠু সমাধানের উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

এ সময়, চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার শফিউদ্দিন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলামসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন