আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ৪ আসামি ৩ দিনের রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি

মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ৪ আসামি ৩ দিনের রিমান্ডে

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ডে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৪ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত ১১ এর বিচারক মমিনুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতে ওই চারজনের রিমান্ড চেয়ে আবেদন করে মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালত পুলিশের ইনচার্জ সাদিকুর রহমান ।

আসামিরা হলেন- আব্দুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ, মো. তালেম হোসেনের ছেলে মো. অনিক ।

গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এসময় গ্রেপ্তাররাসহ স্থানীয় আরও কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের ওই যুবককে মারধর করে। গত শনিবার এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী নারী। পর্নোগ্রাফি আইনে ওই এলাকার চার যুবককে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশ।

ধর্ষণের ঘটনায় করা মামলায় মূল আসামি ফজর আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ফজর আলী বর্তমানে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আদালত পুলিশের ইনচার্জ সাদিকুর রহমান বলেন, পর্নোগ্রাফি মামলায় ৪ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আগামী ৭ কর্মদিবসের মধ্যে রিমান্ড শেষ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...