নোয়াখালীর সেনবাগে একই দিনে স্বামী ছায়দুল হকের মৃত্যু দেখে মারা গেলেন স্ত্রী বিবি মরিয়ম। ঘটনাটি বৃহস্পতিবার সাড়ে বিকাল ৫টায় উপজেলার কেশারপাড় ইউনিয়নের উন্দানিয়া গ্রামের ভুইয়া বাড়িতে ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারা ৬ ছেলে ও ৩ মেয়েসন্তানের জনক-জননী।
ছেলে মিজানুর রহমান জানান, তার বাবা ছায়দুল হক (৬০) বিকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে মা বিবি মরিয়ম তাকে স্থানীয় কানকিরহাট বাজারে ডাক্তারের কাছে নিয়ে যান।
সেখানে ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষার পর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলেন। তখন বিবি মরিয়ম তাকে নিয়ে বাড়িতে রওনা হন। কিন্তু পথেই ছায়দুল হক মৃত্যুবরণ করেন। এ অবস্থা দেখে বিবি মরিয়ম স্ট্রোক করে একই গাড়িতে মৃত্যুবরণ করে। পরে গাড়ির ড্রাইভার তাদের লাশ বাড়িতে নিয়ে এলে শুরু হয় শোকের মাতম।
শুক্রবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

