ইয়াবাসহ ধরা খেলেন আওয়ামী লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৫৯

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯০০ ইয়াবাসহ নাছির উল্লাহ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন। এর আগে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার নাছির উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট এলাকার হাসমত আলী ভূঁইয়ার ছেলে। তিনি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওসি ছমিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে নাছিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত