স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল ও মাছ ধরতে গিয়ে দু’দিনে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন স্থানীয় অধিবাসীও রয়েছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। কুরবানি ঈদের ছুটিতে রোববার ও সোমবার বিভিন্ন সময়ে মৃত্যুর এই ঘটনা ঘটে।
এএসপি নিত্যানন্দ জানান, সোমবার বেলা ২টার দিকে সমুদ্র সৈকতের সায়মন বিচ পয়েন্টে এক সঙ্গে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন ছেলে। তাকে উদ্ধার করতে এগিয়ে যান বাবা। দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কক্সাবজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অতিরিক্ত রক্ত বমির কারণে তাদের মৃত্যু হয়।
নিহত বাবা-ছেলে হলেন শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।
অপরদিকে রোববার বিকেল ৫টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সলিল সমাধি হয় রাজীব আহমদ (৩৫) নামের এক পর্যটকের। তিনি চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা নজির আহমদের ছেলে।
পুলিশ সূত্র মতে, রোববার সকালে পাঁচ বন্ধুর সঙ্গে চট্টগ্রাম থেকে রাজীব আহমদ কক্সবাজার বেড়াতে আসেন। বিকাল ৫টার দিকে তারা সমুদ্র সৈকতে ঘুরতে যান। পরে লাবণী পয়েন্টের একটু দক্ষিণে সাগরে বন্ধুরা মিলে গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে তাদের মধ্যে
দু’জন ভেসে যান।
এএসপি নিত্যানন্দ দাস জানান, উদ্ধার তৎপরতার এক পর্যায়ে রোববার মধ্যরাত সোয়া ১২টার দিকে কক্সবাজার সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর দিকের এলাকায় জোয়ারের সময় একটি লাশ ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবরটি জানার পর লাইফগার্ড কর্মীরা লাশটি উদ্ধার করেন।
অপরদিকে একইদিন বেলা ২টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হন নুরুজ্জামান ওরফে খুইল্লা (৬০) নামের স্থানীয় এক জেলে। সোমবার দুপুর ২টার দিকে সাগরে ভাসন্ত অবস্থায় নাজিরারটেক পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নুরুজ্জামান ওরফে খুইল্লা কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।
আরেক সূত্র মতে, একই দিন দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের অনতিদূরের হিমছড়ি সৈকতের লাল কাঁকড়া পয়েন্ট থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি সাংবাদিকদের জানান, পর্যটক বাবা-ছেলেসহ দু’দিনে সমুদ্র সৈকত থেকে পাঁচটি লাশ উদ্ধার হয়েছে বলে তিনি জেনেছেন।
তিনি জানান, পর্যটকদের লাশগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।
এমএস
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল ও মাছ ধরতে গিয়ে দু’দিনে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন স্থানীয় অধিবাসীও রয়েছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিত্যানন্দ দাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। কুরবানি ঈদের ছুটিতে রোববার ও সোমবার বিভিন্ন সময়ে মৃত্যুর এই ঘটনা ঘটে।
এএসপি নিত্যানন্দ জানান, সোমবার বেলা ২টার দিকে সমুদ্র সৈকতের সায়মন বিচ পয়েন্টে এক সঙ্গে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন ছেলে। তাকে উদ্ধার করতে এগিয়ে যান বাবা। দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে কক্সাবজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অতিরিক্ত রক্ত বমির কারণে তাদের মৃত্যু হয়।
নিহত বাবা-ছেলে হলেন শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার বেড়াতে এসেছিলেন।
অপরদিকে রোববার বিকেল ৫টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সলিল সমাধি হয় রাজীব আহমদ (৩৫) নামের এক পর্যটকের। তিনি চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা নজির আহমদের ছেলে।
পুলিশ সূত্র মতে, রোববার সকালে পাঁচ বন্ধুর সঙ্গে চট্টগ্রাম থেকে রাজীব আহমদ কক্সবাজার বেড়াতে আসেন। বিকাল ৫টার দিকে তারা সমুদ্র সৈকতে ঘুরতে যান। পরে লাবণী পয়েন্টের একটু দক্ষিণে সাগরে বন্ধুরা মিলে গোসলে নামেন। এক পর্যায়ে স্রোতের টানে তাদের মধ্যে
দু’জন ভেসে যান।
এএসপি নিত্যানন্দ দাস জানান, উদ্ধার তৎপরতার এক পর্যায়ে রোববার মধ্যরাত সোয়া ১২টার দিকে কক্সবাজার সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর দিকের এলাকায় জোয়ারের সময় একটি লাশ ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবরটি জানার পর লাইফগার্ড কর্মীরা লাশটি উদ্ধার করেন।
অপরদিকে একইদিন বেলা ২টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ হন নুরুজ্জামান ওরফে খুইল্লা (৬০) নামের স্থানীয় এক জেলে। সোমবার দুপুর ২টার দিকে সাগরে ভাসন্ত অবস্থায় নাজিরারটেক পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নুরুজ্জামান ওরফে খুইল্লা কক্সবাজার পৌরসভার দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা।
আরেক সূত্র মতে, একই দিন দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের অনতিদূরের হিমছড়ি সৈকতের লাল কাঁকড়া পয়েন্ট থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়।
কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি সাংবাদিকদের জানান, পর্যটক বাবা-ছেলেসহ দু’দিনে সমুদ্র সৈকত থেকে পাঁচটি লাশ উদ্ধার হয়েছে বলে তিনি জেনেছেন।
তিনি জানান, পর্যটকদের লাশগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়।
এমএস
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে