আখাউড়ায় মাদক ও কিশোর অপরাধকে শিক্ষার্থীদের লাল কার্ড

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪১

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোন আসক্তির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এ কর্মসূচির আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং দেশপ্রেমে শপথ নেয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংবাদিক বিশ্বজিৎ পাল ও আশীষ সাহা।

সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করা, সত্যবাদী হওয়া, কখনো মাদকাসক্ত না হওয়া এবং যোগ্য নাগরিক হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।

তিনি জানান, টানা সাড়ে ১৪ বছর ধরে সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে দেশের ৬৪ জেলার বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন। এ পর্যন্ত তারা ১ হাজার ৮৬১টি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছে এবং শিক্ষার্থীদের মাঝে ৬ লাখের বেশি গাছের চারা বিতরণ করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত