দখল করা জায়গার দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি, সেনবাগ (নোয়াখালী)
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০: ১২

নোয়াখালীর সেনবাগের জলাবদ্ধতা নিরসনে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া বাজারের আশপাশের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সেনবাগ উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত পর্যন্ত সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন সেনবাগ সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন পারভেজ মোশারফের নেতৃত্বে দুই প্লাটুন সেনা সদস্য, জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার আক্তার কাউছারী, সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. মুরাদ ইসলাম, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীল আল জান্নাত ও সেনবাগ থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য। এ সময় ছাতারপাইয়া পূর্ব বাজার ও পশ্চিম বাজারে রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা বুলডোজার মেশিন দিয়ে ভেঙে দিয়ে উচ্ছেদ করা হয়।

এছাড়াও সেনবাগের ছাতারপাইয়া বাজার থেকে দক্ষিণমুখী চৌমুহনী খাল ও ছাতারপাইয়া থেকে পশ্চিমমুখী সোনাইমুড়ী খাল এবং ছাতারপাইয়া থেকে উত্তরমুখী ছিলাদী খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একসময় প্রবহমান এই খাল দিয়ে বড় বড় সাম্পান নৌকা চলাচল করতো। ওই নৌকাযোগে ব্যবসায়ীরা নোয়াখালীর একমাত্র বাণিজ্য কেন্দ্র চৌমুহনী থেকে তাদের মালামাল আনা নেওয়া করতো। অত্র অঞ্চলের পানি চৌমুহনী হয়ে রহমখালী খাল ও জেলার খাল দিয়ে মেঘনা নদীতে পড়তো। কিন্তু ২৪ সালে ভয়াবহ বন্যা ও ২৫ সালে ভারী বর্ষণের কারণে সেনবাগ উপজেলা সর্বত্র জলাবদ্ধতা দেখা দেয়। এরপর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সেনবাগ উপজেলা প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সেনবাগের ছাতারপাইয়া বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে সেনবাগের ছমির মুন্সিহাট, কাবিলপুরে গরিবের ৩০০ ফুট, লালপুর, অর্জুনতলা ইউনিয়নের হাজীরহাট বাজার, সেনবাগের সেবারহাট বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, এখনো সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির কানকিরহাট ও ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট বাজারে উচ্ছেদ অভিযান বাকি রয়েছে। অবিলম্বে সেখানকার অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার জোর দাবি জানিয়েছেন তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত