আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাজীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য আটক

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

হাজীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্য আটক

চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। ডাকাতির প্রস্তুতিকালে বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

এসময় ডাকাত দলের এক সদস্যের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো পৌরসভাধীন ৭ ও ৮নং ওয়ার্ড টোরাগড় এলাকার মো. শামীম (২৬), মো. রবিউল ইসলাম (২৫), মাঈন উদ্দিন খান অপু (২৪), মো. বিল্লাল কাজী (২৪), কাজী পলাশ (২০), হৃদয় হোসেন জুবায়ের (২৩) ও মো. শফিকুল ইসলাম (২১)।

থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে টোরাগড় এলাকায় হামিদিয়া জুট স্পিনিং মিলসের সামনে ১৫/১৬ ডাকাত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ।

এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করো। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। জব্দৃকত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে একটি চাইনিজ কুড়াল, একটি ছেনি, দুটি ছুরি, একটি কোড়াবারি, দুটি রড ও দুটি বেল্ড।

একই সময়ে তল্লাশিকালে ডাকাত দলের সদস্য মাদক কারবারি মো. শামিমের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃতদের বিরুদ্ধে ৩৯৯/৪০২ ধারায় মামলা (নং-১৪) দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

তিনি বলেন, এছাড়াও আসামি শামিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা (নং- ১৫) করা হয়েছে। এ সময় তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এবং তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...