আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় দীর্ঘ যানজট

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় দীর্ঘ যানজট

মেঘনা সেতুতে রডবাহী ট্রাক উল্টে পড়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টায় সেতুর ঢাকামুখী লেনে অতিরিক্ত রডবোঝাই ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রড সেতুর ওপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল বিঘ্নিত হয়। এতে যানবাহনের ধীরগতির কারণে ধীরে ধীরে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজট ছড়িয়ে পড়ে মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের গজারিয়া অংশের ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত।

এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, ট্রাক বিকল হয়ে যানজট সৃষ্টির বিষয়টি তিনি অবগত নন। খবর নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন