আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানের কর্মচারীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানের কর্মচারীর মৃত্যু

‎চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভুত হয়েছে। এসময় সাব্বির হোসেন (১৫) নামে এক দোকান কর্মচারী মারা গেছে। উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে শনিবার সকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে।

‎জানা গেছে, সাহার বাজারের জনৈক জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরে শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পাশের আরো তিনটি দোকান ভষ্মিভুত হয়। এ সময় জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরের ভিতরে থাকা কর্মচারী সাব্বির হোসেন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ও পার্শ্ববর্তী হাজিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোর, ইমান হোসেনের ঔষধের দোকান, নজরুলের মাছের খাদ্যের দোকান ও জহিরের ওর্য়াকশপসহ ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই যায়। ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাব্বিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

‎এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন