নোয়াখালীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৬: ২৮

নোয়াখালীর চাটখিলে তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। ৮ আগস্ট (শুক্রবার) রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে তাদের জন্ম হয়। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ আছেন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

তিন সন্তানের জন্ম দেয়া এই গৃহবধূ চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রসব বেদনা নিয়ে তাসলিমা আক্তার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে ভর্তি হন। তখন তিনি জানতেন না যে তার গর্ভে তিনটি সন্তান আছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নীলিমা আক্তার বর্না আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এরপর শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালের ডাক্তার ও নার্সদের তত্ত্বাবধানে তাসলিমা বেগম তিনটি সুস্থ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে দুটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। একসঙ্গে তিন সন্তানের সুস্থ জন্ম দেখে পরিবারে আনন্দের বন্যা বইছে।

চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, "প্রসূতি নারীটি হাসপাতালে ভর্তির একদিন পর নরমাল ডেলিভারির মাধ্যমে তিনটি সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও তার সন্তানেরা সুস্থ আছেন।"

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত