আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লামায় তামাক চাষি-শ্রমিকসহ ৯ জনকে অপহরণ

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামায় তামাক চাষি-শ্রমিকসহ ৯ জনকে অপহরণ

বান্দরবান জেলার লামা উপজেলায় দুই তামাক চাষি ও ৭ জন শ্রমিকসহ ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লেমুপালং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। তাৎক্ষণিকভাবে অপহৃত তামাক শ্রমিকদের নাম পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছে। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ১৪ ও ১ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিক এবং ১৬ ফেব্রুয়ারি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে ২৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। একের পর এক অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান গজালিয়া ইউপি চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন