আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে উচ্ছ্বাস

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে উচ্ছ্বাস

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য সরকার জহিরুল হক মিঠুনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ১ জানুয়ারি থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে সরকার জহিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় খবরে উপজেলার তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা গেছে।

সরকার জহিরুল বলেন, ‘১৯৮৯ সালে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছি। ১৯৯০ সাল সাহেবাবাদ ডিগ্রি কলেজের ভিপি নির্বাচিত হই ছাত্রদল প্যানেলে । তারপর উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা যুবদলের সভাপতি ও বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। ৩৬ বছর জিয়া পরিবারের সঙ্গে ছিলাম, আজীবন জিয়া পরিবারের সঙ্গে রাজনীতি করতে চাই ।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...