কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভবনে এখনো চকচক করছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা এবং সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের নামের ফলক।
সোমবার কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভবনে দেখা যায় ভবনের দু’পাশে পলাতক শেখ হাসিনা ও মোস্তফা কামালের নামের ফলক দুটি সযত্নে রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার।
নাঙ্গলকোট স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো তার নামের ফলক কিভাবে উপজেলা নির্বাহী অফিসার তার ভবনের মধ্যে রাখে এটা চিন্তার বিষয়। উনারা দাবি করছেন স্বৈরাচারের দোসরদের এই কার্যালয় থেকে বিতাড়িত করতে হবে।
নাঙ্গলকোট পৌরসভা ছাত্রদল নেতা বেলাল হোসেন আমার দেশকে বলেন, উপজেলা পরিষদের ভেতরে স্বৈরাচারের দোসরদের নাম থাকা উচিত না। এগুলো দ্রুত সরিয়ে ফেলার আহ্বান করছি। এতদিন কেন রাখা হয়েছে এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলতে পারবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান আমার দেশকে বলেন, ২৪ পরবর্তী এই সময়ে, যখন খুনি হাসিনার ফাঁসি রায় হয়ে গেছে। তখনো যদি কেউ বলে সে খেয়াল করেনি যে স্বৈরাচারের স্মৃতিচিহ্ন হয়ে গেছে। তাহলে সে জনগণকে বোকা মনে করে। বাংলাদেশের মানুষ খুনি হাসিনার ফাঁসির রায় বাস্তবায়ন করার অপেক্ষায় আছে। ভবিষ্যতে যারা স্বৈরাচারকে আঁকড়ে ধরে রাখতে চায় তাদেরও মানুষ বিচারের মুখোমুখি করবে।
উপজেলা পরিষদের ভবনে শেখ হাসিনার নাম -এই বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, এই ফলকগুলো আমি খেয়াল করিনি। প্রথমে এগুলো ভাঙচুর হলেও এখন এগুলো নিয়ে মানুষের আগ্রহ নেই।
এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

