চট্টগ্রামের মিরসরাইয়ে আবদুল খালেক নামে ৫৭ বছর বয়সী এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার খালেক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি জামালপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে অভিযান চালিয়ে খালেককে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

