আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীমান্ত এলাকায় পূজা উদযাপনে কোনো হুমকি নেই

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

সীমান্ত এলাকায় পূজা উদযাপনে কোনো হুমকি নেই

সীমান্ত এলাকায় পূজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি- ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পূজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে আমরা কাজ করে যাবো।’

এ সময় শ্রী শ্রী রাধামাধব আখড়ার সভাপতি চন্দন কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক জুটন বনিক, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...