আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুরাদনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

মুরাদনগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন খোশঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশে বুড়ির খাল থেকে আনুমানিক ৩০ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের পরনে ছিল কালো রঙের গেঞ্জি। সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশটি অর্ধেক পচে যাওয়ায় মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন