দুবৃর্ত্তদের হামলায় যুবকের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ১৮

খাগড়াছড়ির পানছড়িতে পুলিশের তালিকাভুক্ত বহু মামলার আসামি ময়নাল হোসেন ভুট্টোকে (৩৫) কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পানছড়ি সদরের দমদম এলাকায় এ ঘটনা ঘটে। শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন স্বজনরা।

বিজ্ঞাপন

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভুট্টোকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহত ময়নাল হোসেন ভুট্টো দমদম এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে। তার স্ত্রী জানান, সন্ধ্যার আগে তিনি ঘাস কাটতে বাড়ি থেকে কিছু দূরে গেলে ৫-৬ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এসময় এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দেয়। পূর্ব বিরোধের জের ধরে এ হামলা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও রিপল বাপ্পি বলেন, ময়নাল হোসেনের দুই হাতের কবজি কেটে ফেলা হয়েছে। এ ছাড়া নাক ও কানে গুরুতর জখম রয়েছে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, ময়নাল হোসেন ভুট্টু একজন চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে অস্ত্র, দস্যুতা, ধর্ষণ, চুরিসহ বিভিন্ন অভিযোগে পানছড়ি থানায় ১২টি মামলা রয়েছে। তবে কব্জি কেটে ফেলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় একটি সূত্র জানায়, ভুট্টোর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। আওয়ামী ফ্যাসিস্ট আমলে পানছড়ির নাজির চেয়ারম্যানের ডান হাত হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার, হামলা মামলা দিয়ে বহু মানুষকে এলাকাছাড়া করেছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত