হাজীগঞ্জে আ.লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগকর্মীসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৪: ৪৫
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৪: ৪৮

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মীকে আটক করেছে পুলিশ। পূর্বের মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাদেরকে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার রাতে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী ওলি উল্যাহ (৫৮), হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকার মিজি বাড়ির নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. শাহেদ (১৮) ও মকিমাবাদ এলাকার মো. অনিককে (১৮) নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোস্টার ও লিফলেট লাগানোর অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা শাহেদ ও অনিককে ধরে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে, আওয়ামী লীগ নেতা গাজী ওলি উল্যাহকে পূর্বের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত