আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে ফের করোনার প্রাদুর্ভাব, নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে ফের করোনার প্রাদুর্ভাব, নেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা

চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস। গত তিন দিনে চারজনের করোনা শনাক্ত হয়েছে নগরীতে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আরো শক্তিশালী হয়ে হানা দিচ্ছে। উপসর্গ ও অন্যান্য আচরণের পরিবর্তন আসায় করোনার নতুন এই ভ্যারিয়েন্টকে শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। শনাক্ত চারজনের মধ্যে তিনজন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার বাসিন্দা ও একজন মিরসরাই উপজেলার বাসিন্দা। তাদের বয়স ৩০ থেকে ৭৫ বছরের মধ্যে।

বিজ্ঞাপন

করোনার নতুন ভ্যারিয়েন্টের উপসর্গগুলো হলো- কাশি বা জ্বর প্রায় থাকেই না, গলাব্যথা, মাথাব্যথা ও জয়েন্টে ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধামন্দা। করোনা শনাক্তের হার বাড়লেও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেই নগরীর হাসপাতালগুলোতে। আগেরবারের আইসিইউ, সিসিইউ, কোভিড ডেডিকেটেড হাসপাতাল ও ওয়ার্ডসহ চিকিৎসা সরঞ্জামগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় সবই নষ্ট হয়ে গেছে। তাই খালি হাতেই করোনা মোকাবিলায় মাঠে নেমেছে চট্টগ্রাম প্রশাসন।

চট্টগ্রামের কোনো সরকারি হাসপাতালে বর্তমানে করোনা শনাক্তকরণ কিট নেই। ডেডিকেটেড কোনো করোনা হাসপাতালও এখন চালু নেই। ফলে রোগী শনাক্ত হলেও দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ছিল করোনা ডেডিকেটেড, তবে এখন সেখানে চিকিৎসক ও যন্ত্রপাতির অভাবে স্বাভাবিক চিকিৎসাও ব্যাহত হচ্ছে। আইসিইউ ইউনিটও বন্ধ রয়েছে।

এ বিষয়ে গত বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে চট্টগ্রামের দুটি হাসপাতালকে কোভিড ডেডিকেটেড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একটি জরুরি সার্ভিস সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে ফোন করে নাগরিকরা প্রয়োজনীয় সহায়তা পাবেন।

জরুরি বৈঠকে মেয়র বলেন, করোনা রোগী বাড়তে থাকায় চসিকের মেমন-২ হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হিসেবে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের জন্য নগরের বিভিন্ন স্থান ও মেমন-২ হাসপাতালকে প্রস্তুত করা হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি কিটের মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন করে কিটের চাহিদা পাঠানো হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যেই কিট আসবে এবং তখন থেকে সরকারি পর্যায়ে আবারও করোনা পরীক্ষা শুরু হবে। তিনি জানান, বর্তমানে কিছু বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা চালু রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন