আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীমান্তে বিজিবির মধ্যস্থতায় দুই নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
সীমান্তে বিজিবির মধ্যস্থতায় দুই নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে দুই বাংলাদেশি নারী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যস্থতায় তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত বারোটার দিকে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বিজিবি ও পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটকৃতরা হলেন খুলনা জেলার হরিণটানা থানার বাদুড়িয়া গ্রামের আবদুল হাকিম শেখের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের মেয়ে মোকছেদা বেগম (৩৪)।

পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদ দুই নারীর বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ১ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে বিজিবির ফেনী ব্যাটালিয়নের মজুমদারহাট বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ২১৬০-এর কাছ থেকে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির মধ্যস্থতায় তাদের ফেরত দেয়া হয়।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটকের পর বিজিবির মধ্যস্থতায় তাদের বাংলাদেশে ফেরত দেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা নিয়ে সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন