সীমান্তে বিজিবির মধ্যস্থতায় দুই নারীকে ফেরত দিয়েছে বিএসএফ

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০৪

ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে দুই বাংলাদেশি নারী অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যস্থতায় তাদের ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত বারোটার দিকে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বিজিবি ও পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে পরশুরাম মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটকৃতরা হলেন খুলনা জেলার হরিণটানা থানার বাদুড়িয়া গ্রামের আবদুল হাকিম শেখের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) ও মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাগড়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের মেয়ে মোকছেদা বেগম (৩৪)।

পরশুরাম মডেল থানার ওসি (তদন্ত) মাকসুদ আহমেদ দুই নারীর বিরুদ্ধে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, ১ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে বিজিবির ফেনী ব্যাটালিয়নের মজুমদারহাট বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ২১৬০-এর কাছ থেকে বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবির মধ্যস্থতায় তাদের ফেরত দেয়া হয়।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে আটকের পর বিজিবির মধ্যস্থতায় তাদের বাংলাদেশে ফেরত দেয়া হয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত