জেলা প্রতিনিধি, কুমিল্লা
ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফাঁকা সড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন চালকরা, যার কারণে ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের কুমিল্লা অংশে স্পিড গান ব্যবহার করে জরিমানা করা হয়েছে কয়েকজন চালককে।
রোববার কুমিল্লা দাউদকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে কয়েকজন চালককে জরিমানা করা হয় বলে জানায় হাইওয়ে পুলিশ।
দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য দু’টি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসে স্পিড গানের মাধ্যমে গতিসীমা অতিক্রম করায় তিনটি ‘প্রসিকিউশন’ দেয়া হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রি হুইলার উঠায় তিনটি থ্রি হুইলার আটক করা হয়।
কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার এসআই জসীম উদ্দীন জানান, মহাসড়ক ফাঁকা থাকার কারণে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে চালকরা। এজন্য মহাসড়কে মোবাইল ডিউটি করাকালে দাউদকান্দি উপজেলা বার পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে কয়েকজন চালককে জরিমানা করা হয়েছে এবং থ্রি হুইলার আটক করা হয়েছে।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়ক একেবারেই ফাঁকা। আমরা বিভিন্ন পয়েন্টে স্পিড গান ব্যবহার করে কয়েকজনকে জরিমানা করেছি। চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য পরামর্শ দিয়েছি।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো. খাইরুল আলম বলেন, অতিরিক্ত গতির কারণে মহাসড়কে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার এলাকা জুড়ে কয়েকটি পয়েন্টে হাইওয়ে পুলিশ স্পিড গান ব্যবহার করে গতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এমএস
ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ফাঁকা সড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন চালকরা, যার কারণে ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কের কুমিল্লা অংশে স্পিড গান ব্যবহার করে জরিমানা করা হয়েছে কয়েকজন চালককে।
রোববার কুমিল্লা দাউদকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে কয়েকজন চালককে জরিমানা করা হয় বলে জানায় হাইওয়ে পুলিশ।
দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য দু’টি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসে স্পিড গানের মাধ্যমে গতিসীমা অতিক্রম করায় তিনটি ‘প্রসিকিউশন’ দেয়া হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রি হুইলার উঠায় তিনটি থ্রি হুইলার আটক করা হয়।
কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার এসআই জসীম উদ্দীন জানান, মহাসড়ক ফাঁকা থাকার কারণে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে চালকরা। এজন্য মহাসড়কে মোবাইল ডিউটি করাকালে দাউদকান্দি উপজেলা বার পাড়া নামক স্থানে অভিযান চালিয়ে কয়েকজন চালককে জরিমানা করা হয়েছে এবং থ্রি হুইলার আটক করা হয়েছে।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়ক একেবারেই ফাঁকা। আমরা বিভিন্ন পয়েন্টে স্পিড গান ব্যবহার করে কয়েকজনকে জরিমানা করেছি। চালকদের নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য পরামর্শ দিয়েছি।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো. খাইরুল আলম বলেন, অতিরিক্ত গতির কারণে মহাসড়কে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার এলাকা জুড়ে কয়েকটি পয়েন্টে হাইওয়ে পুলিশ স্পিড গান ব্যবহার করে গতি নিয়ন্ত্রণে কাজ করছে।
এমএস
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৯ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে