আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নৌবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

নৌবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের অংশ হিসেবে টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার ভোররাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় নৌবাহিনীর মোতায়নকৃত একটি কন্টিনজেন্ট এই অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে জুনায়েদ ওরফে মুন্না, আরাফাত সানী, হামিদুল্লাহ ও কবিরসহ একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দেশের বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী জুনায়েদ ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় নিজ বাড়িতে মাদক ও অস্ত্র মজুদ করে রেখেছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষায়িত আভিযানিক দল জুনায়েদের বাড়িতে অভিযান চালিয়ে জুনায়েদ ওরফে মুন্না এবং তার সহযোগী হামিদুল্লাহকে আটক করে। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার মো. ইউনুসের বাড়িসহ দুটি স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—১২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস (আনুমানিক মূল্য ৬ কোটি টাকা), ১২৬ পিস ইয়াবা, ১টি একনলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ৮টি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলাবারুদ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র রোহিঙ্গা নেটওয়ার্কের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে বাসায় মজুদ করে রাখা হয়েছিল।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় আরাফাত সানী নামের আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...