পরশুরামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালিতে জনতার ঢল

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ১৫

ফেনীর পরশুরামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুস ও র‍্যালিতে জনতার ঢল নামে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠ থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বিশাল র‍্যালিটি বের হয়।

বিজ্ঞাপন

এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরশুরাম অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে পরিণত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।

সভাপতিত্ব করেন অধ্যাপক মাওলানা হুমায়ুন কবির নোমানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আলাউদ্দিন।

এতে আরো বক্তব্য রাখেন পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম মজুমদার, সাবেক উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা, অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইব্রাহীম মজুমদার, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল হক, প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা একেএম এমরান, মাওলানা আলমগীর, মাওলানা নুরুল আমিন, শামসুল আলম শাকিল, মাওলানা শাহরিয়ার, মাওলানা আবুল হাসান মামুন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল হাই, মাওলানা বাহা উদ্দিন, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা শহিদুল্লাহ প্রমুখ।

বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, মিলাদ ও সীরাত নিয়ে আলোচনা করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া, মিলাদ, মুনাজাত এবং তবারক বিতরণ করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত