কমিশনের তালিকায় নেই

এনসিপিকে শাপলা দেয়া ইসির এখতিয়ারে পড়ে না: সিইসি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ২৭
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ৩৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না।

বিজ্ঞাপন

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশনের নিবন্ধিত প্রতীক তালিকায় শাপলা নেই।

সভায় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে কমিশনের প্রস্তুতি তুলে ধরে সিইসি বলেন, ‘রাতের অন্ধকারে ভোট চাই না। আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন।’

তিনি আরো বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে কোনো বাধা থাকবে না। কেন্দ্রের ভিড় না থাকলে অন্তত ১০ মিনিট থাকার অনুমতি দেয়া হবে, প্রয়োজনে আরো সময়ও দেয়া হবে। ‘সত্য ও সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, কমিশন তাদের পূর্ণ সহযোগিতা করবে,’ যোগ করেন তিনি।

ফ্যাক্টচেকিংয়ের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, 'ভুল তথ্য সাধারণ মানুষের ক্ষতি করে। তাই সংবাদ প্রচারের আগে যাচাই অত্যন্ত জরুরি।'

অবৈধ অস্ত্র উদ্ধার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।' রোহিঙ্গা ভোটারদের বিষয়ে সিইসি জানান, নতুন ভোটার তালিকার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যাতে সবার ভোটাধিকার সুরক্ষিত থাকে।

সভায় প্রধান অতিথি ছিলেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন।

এতে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত