বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৪: ৩৪

বাঁশখালীতে কাভার্ড ভ্যান চাপায় ফাহিম নামে ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম (৮) পূর্ব-পুঁইছড়ি ৪নং ওয়ার্ডের মো. সাইফুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি সকাল সাড় ৯টার দিকে প্রধান সড়কের পুঁইছড়ী ব্রিজের পাশে খেলছিল। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করেছে। চালককে আটক করা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, চট্টগ্রাম-বাঁশখালী সড়কে দ্রুতগতিতে যান চলাচল করছে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তারা গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা ও স্থায়ী পুলিশ টহলেরও দাবি জানিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত