উদ্বোধনের আগেই ফাটল ৭০ লাখ টাকার ব্রিজে

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২: ০৫

কুমিল্লার বুড়িচং উপজেলায় উদ্বোধনের আগেই ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজে দুই ইঞ্চি ফাটল দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণকাজে ত্রুটির অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

সরেজমিনে জানা যায়, প্রায় একমাস আগে উপজেলা পরিষদের অর্থায়নে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন কিং বাজেহোরা প্রবেশের একমাত্র রাস্তার খালের উপর নির্মিত ব্রিজ নির্মাণকাজ শেষ হয়। কিন্তু উদ্বোধনের আগেই ব্রিজটিতে ২ ইঞ্চি ফাটল দেখা দেয়।

বুধবার সকালে তড়িঘড়ি করে সেতুর দৃশ্যমান ফাটলে মাটি ভরাট শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। সিমেন্ট দিয়ে ফাটল জায়গা মেরামত করার পায়তারা করছে। টানা বৃষ্টির কারণে তা পারছে না।

কিং বাজেহোরা গ্রামের জসীম উদ্দিন বলেন, এখানে মোটা রড এনেছিল। এগুলো সরিয়ে নিয়ে চিকন রড দেয়া হয়েছে। বেইস ঢালাই করার সময় নিচে রড দেয়া হয়নি। সিমেন্ট কম দিয়েছে। যার কারণে এখন ভেঙে যাচ্ছে।

কিং বাজেহোরা গ্রামের সুমন জানান, ব্রিজের একপাশের একটি অংশে ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার বলেছে এটা মেরামত করবে। এক ধরনের মেডিসিন এনেছে ২১ হাজার টাকা খরচ করে। রোদ উঠলে দেওয়া হবে। কিন্তু এখন বৃষ্টির কারণে দেওয়া যাচ্ছে না।

ব্রিজ নির্মাণকারী ঠিকাদার আবুল কালাম বলেন, ব্রিজে সমস্যা দেখা দিয়েছে। উপজেলার ইঞ্জিনিয়ারসহ বিশেষজ্ঞ টিম এসেছিল। এখানে কিছু অংশ ভেঙে নতুন করে পলেস্তার করে দেব। আর সমস্যা হবে না।

ব্রিজ নির্মাণে বিস্তারিত তথ্য জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর বলেন, এটা তেমন সমস্যা না। এক্সপার্ট টিম পরিদর্শন করে গেছে। ফাটল মেরামতের জন্য সিকার ক্যামিকেল ব্যবহার করা হবে। এগুলো কেনার ব্যবস্থা করেছি। আবহাওয়া খারাপের কারণে ব্যবহার করা যাচ্ছে না।

বুড়িচং উপজেলা পরিষদের প্রশাসক ও নির্বাহী অফিসার তানভির আহমেদ বলেন, বিষয়টি আমি জানি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা হয়েছে। উনারা বলেছেন এটা মেরামত করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত