বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নানা সংকটেও মানুষের আস্থা বিএনপির উপর আছে। এই আস্থা নিয়ে যদি কারো আপত্তি থাকে তাহলে জনগণের কাছে গিয়ে আস্থা অর্জন করতে হবে। আস্থা তৈরি না করে কূটকৌশলের আশ্রয় নিলে জনগণ তাদের মেনে নিবে না।
মঙ্গলবার নগরীর সল্টগোলা এলাকায় নির্বাচনি প্রচারণায় এসব কথা বলেন তিনি। এ সময় আমীর খসরু বলেন, নির্বাচনি প্রচারণায় ছোটখাটো সংকট তৈরি হবে। এরকম সংকট শুধু বাংলাদেশ নয় সারাবিশ্বে সব নির্বাচনেই হয়ে থাকে। এগুলোকে আমলে নেওয়ার কিছু নেই। ছোটখাটো বিষয় নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো মানে নেই।
তিনি বলেন, নির্বাচনি আচরণ ভঙ্গের বিষয়টি দেখবে নির্বাচন কমিশন। তাদের কাছে যদি আমলে নেওয়ার মত হয় তাহলে তারা সেটা আমলে নিবে। কেউ যদি নির্বাচনি কার্যক্রমের চেয়ে অনির্বাচনি কার্যক্রমে থাকে তাহলে সেটা তাদের সমস্যা। জনগণের উপর আস্থা রাখতে হবে। জনগণ কোনো ষড়যন্ত্রের পথে হাঁটবে না। জনগণ সবসময় গণতন্ত্রের পথেই আছে। কেন না দীর্ঘদিন পর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। সেই সুযোগ তারা নষ্ট করবে না। তারা চায় একটি সুষ্ঠু নির্বাচন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

