সুদ দিতে না পারায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০: ৫৩

কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে বোরহান এই অমানবিক ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় লোকজন এবং ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছেন।

আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে দুই বছর আগে ৭০ হাজার টাকা ঋণ নেন। বোরহান ওই ৭০ হাজারের পরিবর্তে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করেন। ওই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবরকে জোরপূর্বক ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করেন তিনি।

ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সমালোচনার ঝড় ওঠে। অনেকেই দোষীদের শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত বোরহানের মোবাইলে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর লাইন কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও তিনি আর রিসিভ করেননি।

এ বিষয়ে চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম আমার দেশকে বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত