দুই পাচারকারী আটক

টেকনাফে অপহৃত নারী-শিশুসহ উদ্ধার ৩৯

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৮: ৪৭
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৯: ০৮

টেকনাফের গহীন পাহাড়ে অপহরণের শিকার ৩৭ জন রোহিঙ্গাসহ ৩৯ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বয়সী নারী ও শিশু রয়েছে। একই সাথে দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ের গহীনে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে কোস্টগার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, একটি সংঘবদ্ধ অপহরণকারী ও মানবপাচারকারী চক্র মুক্তিপণ আদায় করতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারেরে উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিভিন্ন শ্রেণির মানুষকে আটকে রাখার খবর পাওয়া যায়। দ্রুততম সময়ের মধ্যে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের কমান্ডোদলসহ কোস্টগার্ডের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

এ সময় মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুইজন আটক করা হয়। পরবর্তীতে গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয কয়েকটি স্থান থেকে অপহরণের শিকার নারী, পুরুষ ও শিশুসহ ৩৯ জনকে উদ্ধার করা হয়।

এদের মধ্যে ১৮ জন রোহিঙ্গা নারী, ১১ জন রোহিঙ্গা পুরুষ, আটজন রোহিঙ্গা শিশু ও দুইজন জন বাঙালি পুরুষ। উদ্ধারকারীদের ভাষ্যমতে জানা যায়, পাহাড়ে একটি সঙ্গবদ্ধ চক্র বিভিন্ন সময়ে প্রলোভন দেখিয়ে ও অস্ত্রের মুখে জিম্মি করে তুলে আনছে। এরপর গহীন পাহাড়ে আটকে রাখে। আটকে রাখাদের মধ্যে কারো কারো কাছ থেকে মুক্তিপণ দাবি ও বিদেশে পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় চক্রটি। ভিকটিমদের পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর ২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে যৌথ অভিযানে ১৩৪ জনকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত