ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পিকআপ চালক নিহত হয়েছেন।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের আনারপুর এলাকায় ঢাকাগামী লেনে একটি গাড়ির পেছনে ধাক্কা দেয় পিকআপটি। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মারা যায় পিকআপচালক সজল।
নিহত পিকআপচালক সজল (৪৫) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়য়ে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ ও পিকআপটি পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

