বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিতির পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে আমরা এগোচ্ছি। এই নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের খোয়ানো ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এসেছে।
সোমবার সকালে বান্দরবান পুলিশ লাইনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষিত পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আরো বলেন, অতীতের বিতর্কিত নির্বাচনের ফলে শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয়নি, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে।
জুলাই আন্দোলনের অন্যতম কারণ ছিল সত্যিকারের গণতন্ত্রের অনুপস্থিতি এবং বাজে নির্বাচন। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এখন থেকে ব্রত নিতে হবে। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কোনোভাবে যাতে এই নির্বাচন বিতর্কিত না হয়, নষ্ট না হয়। স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃড়তা বজায় রাখার আহ্বান জানান তিনি।
পরে নির্বাচন কমিশনার জেলা প্রশাসক কার্যালয়ে জেলার ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনা-বিজিবি এবং সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

