ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় নিহত ১, দীর্ঘ যানজট

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৭: ৪৮
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৮: ১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ থানার সামনে লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব দিকে সদর দক্ষিণ থানার সামনেই এই দুর্ঘটনা ঘটে ।

বিজ্ঞাপন

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার ।

দুর্ঘটনায় সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর লুইপুরা এলাকার কালন মিয়ার ছেলে আবুল হাসান (৪৫) নিহত হন । নিহত আবুল হাসান তিন সন্তানের জনক । সে ওমান প্রবাসী। কিছুদিন আগে ছুটিতে এসেছিলেন।

স্থানীয় নূর মোহাম্মদ মজুমদার বলেন, সদর দক্ষিণ থানার ইউটার্নটি অনেক ছোট । জনতা আগের নূরজাহানের সামনের ইউটার্নটি খুলে দিয়েছে । পরিকল্পিতভাবে ইউটার্ন নির্মাণ না করা হলে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার দুর্ঘটনা রোধ করা যাবে না ।

গত ২২শে আগস্ট শুক্রবার পদুয়ার বাজার বিশ্বরোড ইউট্রানে লরির চাপায় চারজন নিহত হয়েছিল। প্রশাসন এই ইউটার্নটি সরিয়ে সদর দক্ষিণ উপজেলার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশ দিয়েছিল ‌। সপ্তাহ না যেতেই নতুন ইউটার্নে লরি চাপায় একজন নিহতের ঘটনা ঘটে । নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা দুই পাশের যান চলাচল বন্ধ করে দেয় ‌। যার ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় ‌।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, দুর্ঘটনা রোধে নুরজাহানের সামনের ইউট্রানকে বন্ধ করে সদর দক্ষিণ উপজেলার সামনের ইউটার্ন ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু আজ আবার লরিচাপায় একজন নিহতের ঘটনা ঘটেছে । স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন । যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত