সরকারি কোয়ার্টার দখল করে বসবাস করছেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২: ৩৮
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৩: ০২

স্বৈরাচারী সরকারের প্রভাব খাটিয়ে উপজেলা কোয়ার্টারে বসবাস শুরু করেন এক আওয়ামী লীগ নেতা। হাসিনার পতনের পর এখনো বহাল তবিয়তে সেখানে বাস করছেন তিনি। আওয়ামী লীগের এই নেতার নাম আবদুর রশিদ। তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১৩ সাল থেকে সাবেক এমপি আবদুল মতিন খসরুর প্রভাব খাটিয়ে উপজেলা কোয়ার্টার ‘বনানী’র একটি বাসা দখল করেন তিনি। ১২ বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন।

অনুসন্ধানে জানা যায়, আব্দুর রশিদের স্ত্রী নুরুন্নাহার বেগম বুড়িচং ফজর আলী উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার স্ত্রীর নাম দিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বনানীর বাসাটিতে ওঠেন তিনি।

বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বলেন, আব্দুর রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলার আসামি। সে এখনো উপজেলা কোয়ার্টারে প্রশাসনের নাকের ডগায় বসবাস করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এটা কীভাবে সম্ভব। আওয়ামী লীগ নেতা এখনো সরকারি জায়গায় কীভাবে বসবাস করে ।

তিনি আরো বলেন, খাড়াতাইয়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাকাল ০১/০২/১৯৯৪ইং। তখন থেকে অদ্যাবধি (প্রায় ৩২ বছর) মাদ্রাসার সভাপতির পদ দখল করে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি রশিদ কন্ট্রাক্টর (ঠনা রশিদ)। তিনি এখনো কোন খুঁটির জোরে উপজেলা কোয়ার্টার বসবাস করছেন!

জামাল হোসেন বলেন, এই দীর্ঘ সময়ে সভাপতি থাকাকালীন সে শিক্ষক, কর্মচারী নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সময়ে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দকৃত সরকারি অর্থ তিনি কোথায়, কীভাবে খরচ করেছেন তার কোনো হিসাব নেই। এখন তিনি আবার মাদ্রাসার পকেট কমিটি করার অপতৎপরতা শুরু করেছেন।

উপজেলার সরকারি কোয়ার্টারে কীভাবে আপনারা থাকছেন এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রশিদের স্ত্রী নুরুন্নাহার বেগম বলেন, ২০১৩ সালের দিকে আমরা ওই বাসায় উঠেছিলাম। তখন উপজেলা নির্বাহী অফিসার আমাদের বাসাটি দিয়েছিল। এ বিষয়ে আমার স্বামী বিস্তারিত বলতে পারবেন।

এ বিষয়ে আব্দুর রশিদ বলেন, অনেক আগেই বাসাটি নিয়েছিলাম । তখনকার প্রশাসন আবেদন করায় এটা আমার স্ত্রীকে দিয়েছিল।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক দৈনিক আমার দেশকে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি। মামলার আসামি উপজেলার সরকারি কোয়ার্টারে থাকে কীভাবে?

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন দৈনিক আমার দেশকে বলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ কোয়ার্টারে থাকতে পারেন না। তারপরও আমি নিয়মগুলো জেনে আপনাকে জানাবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত