ধানক্ষেত থেকে উদ্ধার ১৫ ফুট লম্বা অজগর

ইব্রাহিম মোস্তফা (কক্সবাজার) উখিয়া
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২০: ৩৫

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমুড়া এলাকায় ধানক্ষেত থেকে বিশাল আকারের একটি অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুটের প্রায় ৩৫ কেজি ওজনের।

বিজ্ঞাপন

রোববার (৩১ আগস্ট) সকালে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাতের নেতৃত্বে বন বিভাগ অজগরটিকে থাইংখালীর গভীর অরণ্যে অবমুক্ত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতের উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমুড়া এলাকার কয়েকজন বাসিন্দা ধানক্ষেতে অজগরটি দেখতে পান। পরে তারা বনবিভাগকে খবর দিলে উখিয়া বন বিভাগের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে।

হাতিমুড়া এলাকার স্থানীয় বাসিন্দা কবির বলেন, রাতে বাড়ি ফেরার পথে ধানক্ষেতে নড়াচড়া দেখতে পাই। কাছে গিয়ে দেখি একটি বিশাল সাপ। পরে অন্যদের ডেকে বনবিভাগে খবর দিই।

থাইংখালী ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা আরাফাত জানান, এই রেঞ্জের বিভিন্ন এলাকায় প্রায়ই বন্য প্রাণীর চলাচল দেখা যায়। বনবিভাগের তৎপরতায় এ ধরনের প্রাণীদের নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেয়া হচ্ছে।

উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, স্থানীয়দের সহযোগিতায় বিশাল আকৃতির এই বার্মিজ অজগরটি নিরাপদে উদ্ধার করে থাইংখালীর নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে। এর আগেও কয়েকটি অজগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ বনে অবমুক্ত করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত