খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাইন্দং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকা থেকে তাকে আটক করা হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইন্দং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে। তাজুল ইসলামের বিরুদ্ধে হামলা, ভাঙচুরসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, তাজুলের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় দায়ের করা ৬টি মামলার পাশাপাশি খাগড়াছড়ি সদর থানার আরো ৫টি মামলা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

