ভ্রমণিকা

এক অ্যাপেই মিলবে ভ্রমণের সব তথ্য

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৬: ৪৯

কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। পর্যটক ও ভ্রমণপিপাসুদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এ জেলা। তবে ভ্রমণের আগে অনেকেই কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, সৈকতের বাইরে আর কী কী দেখা যায়; তা ঠিক করতে পারেন না। আবার কখন কোথায় ভ্রমণ করবেন, কীভাবে যোগাযোগ করবেন; এসব তথ্য নিয়েও দুশ্চিন্তায় থাকেন। এসবের এখন সহজ সমাধান নিয়ে এসেছে কক্সবাজার জেলা প্রশাসন। তাদের তৈরি সব তথ্য পাওয়া যাবে একটি অ্যাপেই। যার নাম ‘ভ্রমণিকা’।

সোমবার দুপুরে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। এ ধরনের অ্যাপ চালু করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঁইয়া, কক্সবাজারের নবাগত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী, কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।

গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে ‘Vromonika’। অ্যাপটিতে কক্সবাজারের দর্শনীয় স্থান, ব্যাংক-এটিএম বুথের তথ্য, টিকিট কাউন্টার, হোটেল-রিসোর্টের ঠিকানা, ট্যুরিস্ট বাসের তথ্য, আবহাওয়ার পূর্বাভাস, কিটকট চেয়ার, লকার সার্ভিসের তথ্য, জরুরি সেবা ও ঘোষণা দেওয়া রয়েছে। এসব ক্যাটাগরির প্রতিটির পাশে যোগাযোগের নম্বর ও ঠিকানা দেওয়া রয়েছে। ফলে আগে থেকে সব বুক করেই পর্যটকরা কক্সবাজার ভ্রমণ করতে পারবেন বলে প্রত্যাশা কক্সবাজার জেলা প্রশাসনের।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পর্যটকদের হয়রানি কিংবা বিড়ম্বনা এড়াতে ‘পারসোনাল ট্রাভেল গাইড’ হিসেবে অ্যাপটি বানানো হয়েছে। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সব তথ্য রয়েছে এখানে।

কক্সবাজার ভ্রমণে বাস, ট্রেন, জাহাজ ও উড়োজাহাজের তথ্যও রয়েছে ভ্রমণিকায়। সেখানে বাসের তথ্যে ক্লিক করলেই অনলাইন বাস টার্মিনালের ওয়েবসাইটে যেতে পারবেন পর্যটকরা। সেখান থেকে আগাম টিকিটও করা যাবে। এছাড়া ভ্রমণিকায় বাস, জাহাজ ও উড়োজাহাজের কাউন্টারে যোগাযোগের তথ্যও রয়েছে। ট্রেনের সময়সূচি ও যাত্রার সময় রয়েছে অ্যাপে। সেখানে ক্লিক করে রেলওয়ের ওয়েবসাইটে আসা যাবে।

দুর্ঘটনা এড়াতে ভ্রমণিকা অ্যাপে হালনাগাদ করা হয়েছে জরুরি তথ্য। প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্ভাবাস জানা যাবে এই অ্যাপে। পর্যটকদের সচেতনতার জন্য সৈকতের বিপজ্জনক পয়েন্টের তথ্যও অ্যাপে দেওয়া রয়েছে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, ট্যুরিস্ট পুলিশ, চিকিৎসক, অ্যাম্বুলেন্স, লাইফগার্ড-বিচ ভলান্টিয়ারদের মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে অ্যাপে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত