আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিন ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বখাটের বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

তিন ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় বখাটের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের ঈদগাঁওয়ে উচ্চমাধ্যমিকে পড়ুয়া তিন ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে মারধর ও শ্লীলতাহানির ঘটনায় জড়িত আটক বখাটে ফয়সালের বিরুদ্ধে অবশেষে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আটক বখাটে পরবর্তী যাতে মামলা না হয় সে লক্ষে একটি চক্র বখাটের পক্ষ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়ে গভীর রাত পর্যন্ত থানা পুলিশে দৌড়ঝাঁপ করে বলে স্থানীয়রা জানান।

থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের দৃঢ়তায় ঘৃণ্য এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে মামলা রুজু হয়।

জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান, এ ঘৃণ্য অপরাধীকে আইনের আওতায় আনা জরুরি ছিল।

অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, ধৃত এ বখাটে গাড়িতে থাকা তিন ছাত্রীকেই শ্লীলতাহানি ও মারধর করে। এক ছাত্রীর স্বামী বাদী হয়ে ধৃত বখাটের বিরুদ্ধে মামলা করেছে। তার কাছে এরকম অপরাধীর কোন ছাড়-তদবির নেই জানান।

প্রসঙ্গত সোমবার (১০ নভেম্বর) বিকালে ঈদগাঁও আলমাছিয়া ফাজিল( ডিগ্রি) মাদ্রাসা ছুটি শেষে ইজিবাইক টমটম-যোগে বাড়ি ফিরছিল উচ্চমাধ্যমিকে পড়ুয়া তিন ছাত্রী। একই টমটমে ফয়সাল নামের এক যুবকও উঠে পথিমধ্যে। গাড়িতে সে ছাত্রীদের নানা ভাবে উত্ত্যক্ত শুরু করে। ছাত্রীদের প্রতিবাদের এক পর্যায়ে গাড়িটি উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড খামারপাড়ায় পৌঁছলে বখাটে ফয়সাল টমটম থামিয়ে ছাত্রীদের প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানি করে। সংবাদ পেয়ে পুলিশ তড়িৎ অভিযান চালিয়ে বখাটে ফয়সালকে গ্রেপ্তার করে। এ বখাটে উক্ত এলাকার বদিউল আলমের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন