চট্টগ্রামের ১০টি আসনে প্রার্থী ঘোষণা

পাঁচে নতুন মুখ, পাঁচে পুরোনোতেই আস্থা বিএনপির

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৭: ০৮
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৭: ০৯

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে পাঁচটি আসনে দেওয়া হয়েছে নতুন প্রার্থী ও অন্য পাঁচটি আসনে দেওয়া হয়েছে পুরোনো প্রার্থী। তবে তাদের মধ্যে নেই আলোচিত প্রার্থী আসলাম চৌধুরী ও কর্নেল আজিম উল্লাহ বাহার।

বিজ্ঞাপন

পাঁচ আসনে নতুন মুখ:

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ আসনে কাজী সালাউদ্দিনকে প্রার্থী করা হয়েছে। তারা দুজনই নবীন প্রার্থী ও উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম- ৫ (হাটহাজারী) আসনে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার ‍মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৭ আসনে (রাঙ্গুনিয়া) সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও চট্টগ্রাম ১৬ (বাঁশাখালী) আসনে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা নির্বাচনী মাঠে নতুন। এই পাঁচজনের মধ্যে তিনজন সাবেক মন্ত্রীর ছেলে। এর আগে চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিল প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরী। আর ২০১৮ সালের নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন দুটি শরিক দলকে ছেড়ে দিয়েছিল বিএনপি।

পাঁচ আসনে পুরোনো প্রার্থী:

চট্টগ্রামের ঘোষিত ১০ আসনের মধ্যে পাঁচটিতে পুরোনো প্রার্থীরাই মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম ১০- ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর, খুলশী) আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দলের স্থায়ী কমিটির সদস্য। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ২০১৮ সালের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তাকে সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিস্কার করা হলেও পরে আবার প্রত্যাহার করা হয়।

চট্টগ্রাম-৭ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ) আসনে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনে সাবেক সংসদ সদস্য সওয়ার জামাল নিজাম মনোনয়ন পেয়েছেন। তাদের সবার পূর্বে নির্বাচন করার অভিজ্ঞতা আছে।

৫ আসনে পরে ঘোষণা করা হবে:

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং,ইপিজেড, সদরঘাট), চট্টগ্রাম-১৫, (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আসনগুলোর প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। আর চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনটি শরিক দল এলডিপিকে ছেড়ে দেওয়া হতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত